Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

ক্রমিক নং

কি সেবা

কিভাবে পাবেন

মমত্মব্য

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান

সরকারী নীতিমালার আলোকে ওয়ার্ড ও ইউনিয়ন পরিষদ/কমিটির মাধ্যমে নাম নির্বাচন, আবেদন গ্রহণ এবং উপজেলা কমিটির অনুমোদনের মাধ্যমে।

প্রতিমাসে ৩৫০/- হারে হাইমচর উপজেলায় ১২৬ জন মা ২ বৎসর মেয়াদে ভাতা পাচ্ছেন।

দুঃস্থ পরিবার উন্নয়ন (ভিজিডি) কর্মসূচী

সরকারী নীতিমালার আলোকে ওয়ার্ড ও ইউনিয়ন পরিষদ/কমিটির মাধ্যমে নাম নির্বাচন, আবেদন গ্রহণ এবং উপজেলা কমিটির অনুমোদনের মাধ্যমে।

হাইমচর উপজেলায় ৯২৯ জন দুঃস্থ মহিলা প্রতি মাসে ৩০ কেজি হারে ২ বৎসর মেয়াদে বিনা মূল্যে খাদ্য সুবিধা পাচ্ছেন।

মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ÿুদ্রঋন প্রদান

ÿুদ্র প্রকল্প অনুসারে ৫,০০০/- থেকে ১৫,০০০/- পর্যমত্ম ৫% সার্ভিস চার্জ প্রদান শর্তে আবেদন দাখিল ও উপজেলা কমিটির অনুমোদনের মাধ্যমে ঋন মঞ্জুর। উক্ত ঋন মাসিক কিসিত্মতে ১/২ বৎসরে পরিশোধ করতে হবে।

এ যাবৎ ৮৩ জন মহিলাকে ঋন কর্মসূচীর আওতায় আনা হয়।

স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন রেজিষ্ট্রেশন ও নিয়ন্ত্রন

আগ্রহী ও সংগঠিত মহিলাগন সরকারী- ক ফরম পূরন করে সংগঠনের যাবতীয় তথ্য সংযুক্তি পূর্বক আবেদনের মাধ্যমে রেজিষ্ট্রেশন গ্রহন করা যায়।

হাইমচর উপজেলায় মোট ২টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন রেজিষ্ট্রেশন সনদ গ্রহন করে মহিলা উন্নয়নে কাজ করে যাচ্ছে।

স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনকে অনুদান প্রদান

নির্দিষ্ট ফরমে সংযুক্তি পূর্বক উপজেলা ও জেলা কার্যালয়ের মাধ্যমে অনুদানের আবেদন দাখিল করা যায়।

গত অর্থ বছরে একটি মহিলা সংগঠন  ১৫,০০০/- টাকা অনুদান বরাদ্দ পান।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও আইনী সহায়তা এবং পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরÿা) আইন ২০১০ এর প্রয়োগ কর্মকর্তার দায়িত্ব পালন।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে আবেদন এবং অভিযোগ দাখিল করে উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে প্রতিকার পাওয়া যায়।

এ বিষয়ে আদালত থেকে প্রাপ্ত এবং স্থানীয়ভাবে প্রাপ্ত আবেদন সমূহের বিষয়ে তদমত্ম পূর্বক ব্যবস্থা গ্রহন করা হয়।


 

যৌতুক, বাল্য বিবাহ প্রতিরোধ, জন্ম নিবন্ধন, জনসংখ্যা নিয়ন্ত্রন, নারী শিÿা ও ÿমতায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জেন্ডার সমতা কার্যক্রম ইত্যাদি বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠান।

এলাকা ভিত্তিক উঠান বৈঠক অনুষ্ঠানের মাধ্যমে এবং ইউনিয়ন ওয়ারী ভিজিডি ভুক্ত মহিলাদেরকে প্রশিÿন প্রদানের মাধ্যমে সেবা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও নির্বাচিত এনজিও কর্মী সমন্বয়ে কর্মসূচী বাসত্মবায়ন অব্যাহত রয়েছে।

জাতীয় ও আমত্মর্জাতিক দিবসাদি পালন

আমত্মর্জাতিক নারী দিবস, জাতির জনকের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস,  জাতীয় শোক দিবস, বেগম রোকেয়া দিবস ও অন্যান্য দিবসাদি নির্দিষ্ট তারিখে পালন।

প্রতি বৎসর সরকারি নির্দেশনায়, যথা যোগ্য মর্যাদার সহিত দিবসাদির কর্মসূচী সমূহ বাসত্মবায়ন করা হয়।

মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র বিমোচনে সময়ে সময়ে সরকারের প্রদত্ত কর্মসূচী বাসত্মবায়ন।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় প্রয়োজনীয় পদÿÿপ গ্রহনের মাধ্যমে।

যথা সময়ে বাসত্মবায়ন হচ্ছে।